Welcome to Dental Story
Our beloved
Prof Dr Humayun Kabir Bulbul sir,
Principal Dhaka Dental College
& Ex-Secretary General Bangladesh Dental Society
সর্বপ্রথমে বাংলাদেশ এর স্বাধীনতা র এই মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছেন দেশের স্বাধীনতা এর জন্য প্রাণ। আমাদের চেম্বার এ উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসন এর সম্মানিত ও শ্রদ্ধেয় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী স্যার এবং আরো উপস্থিত আছেন রাজশাহী জেলা প্রশাসন এর সম্মানিত ও শ্রদ্ধেয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল ইসলাম ভাই । বিগত দুই দিনে তাদের মুখ ও দাঁতের চিকিৎসা সেবা দিতে পেরে আমরা গর্বিত।
ডেন্টাল স্টোরী ১ম বর্ষপূর্তি উপলক্ষে ডেন্টাল স্টোরি এর আয়োজনে আল – হেরা ক্বারীয়ানা হাফিজিয়া মাদ্রাসাতে ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প এর আয়োজন করা হয়েছিল । উক্ত আয়োজনে আপনাদের সকলের সদয় উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আয়োজনকে মহিমান্বিত করেছে